বাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি নয়ন মিয়াকে হত্যাসহ দেশব্যাপি হত্যা, নির্যাতন ও মামলা হামলা দিয়ে হয়রানির প্রতিবাদে নোয়াখালীতে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোঃ শাহজাহান। প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, জেলা বিএনপি নেতা আবু নাছের, এডভোকেট শাহাদাত হোসেন, ওমর ফারুক টপি, ভিপি জসিম, ভিপি শাহানা পারভীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি পলাশ ও জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু প্রমুখ। বক্তাগণ বাঞ্চারামপুর উপজেলার ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি নয়ন মিয়াকে হত্যা সহ দেশব্যাপি হত্যা, নির্যাতন ও মামলা হামলা দিয়ে হয়রানির প্রতিবাদ জানান।
বিডি প্রতিদিন/এএ