যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে পাবনার ভাঙ্গুড়ায় অনূর্ধ্ব-১৬ ফুটবল প্রতিযোগিতা শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার খানমরিচ ইউনিয়নের দুধবাড়িয়া দাখিল মাদরাসা মাঠে শুরু হওয়া খেলায় চারটি দল অংশ গ্রহণ করেন।
মঙ্গলবার ফাইনাল খেলায় চন্ডিপুর সিকেবি আলীম মাদরাসা দল ১ গোলে পুকুরপাড় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ দলকে পরাজিত করে। এছাড়া খেলায় অংশ গ্রহণকারী ৬৪ জন খেলোয়াড়দের মধ্য থেকে ৫ জন কৃতি ফুটবলার নির্বাচন করা হয়। খেলাটি পরিচালনা করেন দুধবাড়ীয়া দাখিল মাদরাসার ক্রীড়া শিক্ষক শামসুজ্জামান বাবু।
এদিন দুপুরে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খানমরিচ ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন খান মিঠু। এ সময় জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম, মাদরাসা সুপার মাওলানা আব্দুল জব্বার, মাওলানা মহির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই