প্রমাণ ভিত্তিক কৃষি সংবাদ প্রচারে কক্সবাজারের গণমাধ্যমকর্মীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) কক্সবাজারের কলাতলীতে একটি হোটেলে প্রশিক্ষণ কর্মশালায় কক্সবাজারের সংবাদ মাধ্যমের ২০ জনেরও বেশি সাংবাদিক অংশগ্রহণ করেন। কক্সবাজারে কর্মরত সাংবাদিকদের জন্য “নলেজ শিয়ারিং এন্ড ক্যাপসিটি বিল্ডিং অন এগ্রিকালচার মিডিয়া রিপোর্টিং” শিরোনামে ফার্মিং ফিউচার বাংলাদেশ (এফএফবি) দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করেন। কর্মশালা শেষে সাংবদিকদের সনদ বিতরণ করা হয়।
কর্মশালায় শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. তোফাজ্জল হোসেন বলেন, কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন বা উন্নয়ন করতে চাইলে জীব প্রযুক্তির উপর গুরুত্ব দিতে হবে। পৃথিবীর জনসংখ্যা বাড়বে বিবেচনায় খাদ্য উৎপাদন বাড়াতে হবে। একারণে কৃষিতে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানোর উপর গুরুত্ব দিতে হবে। দেশে বর্তমানে ৪০ শতাংশ মানুষ কৃষিকাজে জড়িত থাকলেও সঠিক উপায় না জানায় কৃষি ক্ষেত্রে মাঠ পর্যায়ের কৃষকরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ ক্ষেত্রে গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এফএফবি’র সিইও এবং নির্বাহী পরিচালক আরিফ হোসাইন বলেন, সাংবাদিকরা তাদের প্রচার মাধ্যমে কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেতে পারে। মাঠের ফলন বৃদ্ধির লক্ষে একজন কৃষকের আধুনিক প্রযুক্তিসহ জীব প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে যথাযত তথ্য পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ কাজ হলো সাংবাদিকদের। সে কাজ সঠিক ভাবে পৌঁছানো হলে দেশে কৃষিতে ব্যাপক উন্নয়ন ঘটবে।
ফার্মিং ফিউচার বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার ফারুক হাসান বলেন, বিজ্ঞানভিত্তিক প্রতিবেদন তৈরি করতে হলে বিজ্ঞানের সকল স্তরের সাথে যোগাযোগ করতে হবে।
ফার্মিং ফিউচার বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার সাদিক উদ্দিন বলেন, বাংলাদেশের খাদ্য নিরপাত্তা নিশ্চিত করার জন্য ফসল উৎপাদনের প্রতি আরো বেশী গুরুত্ব দিতে হবে।
বিডি প্রতিদিন/হিমেল