পল্লী বিদ্যুতের লোক পরিচয় দিয়ে মাদারীপুরের ডাসারে রতন রায় (৪৫) নামে এক ব্যবসায়ীর বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ দুইজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলার নবগ্রাম এলাকার শশিকর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকা ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর বাজারের গার্মেন্টস ব্যবসায়ী রতন রায়ের বাড়িতে তিনজনের একটি ডাকাতদল পল্লী বিদ্যুতের লোক পরিচয় দিয়ে বসতঘরে প্রবেশ করে। এসময় ঘরে থাকা রতনের মা ধ্রুপদি রায় (৫৫) ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী রিতা রায়কে (২৮) প্রথমে বিদ্যুতের শক দেয়।
পরে তাদের কুপিয়ে আহত করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় ডাকাতরা। খবর পেয়ে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী ব্যবসায়ী রতন রায় বলেন, আমার অন্তঃসত্ত্বা স্ত্রী ও আমার মাকে বিদ্যুতের শক দিয়ে ও কুপিয়ে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় কয়েক লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাত দল।
এ ব্যাপারে ডাসা থানার ওসি (তদন্ত) মো. মনজুরুল মোরশেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিডি প্রতিদিন/এমআই