গাজীপুরের কাপাসিয়া উপজেলার ভাওয়াল চাঁদপুর উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের গল্প শুনল ছাত্র-ছাত্রীরা। জেলা তথ্য অফিসের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিএ’র আওতায় “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” শিরোনামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক মো: মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আইন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার নাছির উদ্দিন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো: মিজানুর রহমান সরকার প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আইন উদ্দিন বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। তিনি আরও বলেন, স্বাধীনতার চেতনা, মমত্ববোধ ও দেশপ্রেম না থাকলে প্রকৃত মানুষ হওয়া যায় না।
অনুষ্ঠানে “একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি” প্রামাণ্যচিত্র প্রদশন করা হয়। পরে প্রামাণ্যচিত্রের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম