ময়মনসিংহের ফুলপুরে দীর্ঘ দুই যুগ পর সকল গ্রুপের অংশগ্রহণে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৩টায় পৌরসভার আমুয়াকান্দা বাজারের গরুহাটায় ওই সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি সাবেক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে ও জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক তারাকান্দার সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এসময় আরও বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ওয়ারেস আলী মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শরীফুল আলম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার আকন্দ, ঈশ্বরগঞ্জের সাবেক এমপি নুরুল কবির শাহীন, গৌরীপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান তাইয়্যেবুর রহমান হিরণ, ধোবাউড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, ময়মনসিংহ উত্তর জেলা আহ্বায়ক কমিটির সদস্য ফুলপুর পৌরসভার সাবেক মেয়র আমিনুল হক, জেলা বারের সভাপতি এডভোকেট নুরুল হক, উত্তর জেলা মহিলাদলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, ময়মনসিংহ উত্তর জেলা আহ্বায়ক কমিটির সদস্য নান্দাইলের ইয়াসির খান চৌধুরী প্রমুখ।
সভাপতির বক্তব্যে ময়মনসিংহ উত্তর জেলা আহ্বায়ক কমিটির সভাপতি সাবেক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালাম বলেন, আজ থেকে ফুলপুর উপজেলা ও ফুলপুর পৌর বিএনপির পূর্ব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত জেলা আহ্বায়ক কমিটির পরামর্শে জেলা আহ্বায়ক কমিটির ফুলপুরের সদস্যগণ দলীয় কার্যক্রম পরিচালনা করবেন। সবশেষে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান।
বিডি প্রতিদিন/এএ