কুমিল্লায় চালকের পরিকল্পনায় গার্মেন্টস পণ্য বোঝাই কার্ভাডভ্যান ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। দেবিদ্বার থেকে কার্ভাডভ্যানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মহাসড়কের কুরছাপ থেকে কার্ভাড ভ্যানটি উদ্ধার করে তারা।
আটক তিনজন হলো, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার মহিষচরনি গ্রামের আবদুল মজিদ মিয়ার ছেলে কাভার্ডভ্যানের চালক মোঃ মহিদুল ইসলাম (৪৮), দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুরপুর গ্রামের ইব্রাহীম খলিল মিয়ার ছেলের মো. আল আমিন (২৬), বুড়িচং উপজেলার দক্ষিণ ভারেল্লা ইউনিয়নের বাহিরী পাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রহুল আমিন(২৬)। আটকদের মঙ্গলবার আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান, কভার্ডভ্যান চালক পূর্বপরিকল্পিতভাবে মালামাল ছিনতাই করে পালানোর সময় দুই সহযোগীসহ আটক হয়। কভার্ডভ্যানে থাকা পণ্য দ্রুত রপ্তানিযোগ্য গার্মেন্টস মালামাল হওয়ায় সেগুলো মালিক পক্ষ নিয়ে যায়। ধৃত ৩ আসামিকে মঙ্গলবার দুপুরে কোর্ট হাজতে চালান করা হয়েছে। বাকিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
বিডি প্রতিদিন/এএম