শিরোনাম
২৭ নভেম্বর, ২০২২ ০৯:১১

ভ্যানে বিশেষ কায়দায় ঢেকে রাখা ছিল ৯৩ লাখ ৫০ হাজার টাকার স্বর্ণ

পালালেন চালক

অনলাইন ডেস্ক

ভ্যানে বিশেষ কায়দায় ঢেকে রাখা ছিল ৯৩ লাখ ৫০ হাজার টাকার স্বর্ণ

যশোরের শার্শায় ভ্যানে বিশেষ কায়দায় ঢেকে রাখা গর্তে মিললো ৯টি স্বর্ণের বার। শনিবার রাত সাড়ে ৯টায় উপজেলার আমড়াখালী হতে কাগজপুকুরগামী একটি অটোভ্যান থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধার স্বর্ণবারের ওজন আনুমানিক ১ কেজি এবং বর্তমান বাজারমূল্য ৯৩ লাখ ৫০ হাজার টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকীর নির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করেন নায়ের সুবেদার মো. আবুল কালাম হোসেন। 

অভিযানে আমড়াখালী হতে কাগজপুকুরগামী একটি অটোভ্যানকে থামানোর চেষ্টা করা হয়। তখন ভ্যানচালক বিষয়টি বুঝতে পারেন। তিনি অত্যন্ত সুকৌশলে ভ্যান ফেলে দৌড়ে পালিয়ে যান। পরবর্তীতে ভ্যানটি তল্লাশি করে ভ্যানের ছিটের সামনের সারিতে কাঠের বাতা দিয়ে বিশেষ কায়দায় ঢেকে রাখা একটি গর্তের মধ্যে ৯টি স্বর্ণের বার পাওয়া যায়। 

অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, সোর্সের তথ্য অনুযায়ী শার্শা উপজেলার বাগআচড়ার সাতমাইল এলাকার মৃত মহর আলীর ছেলে মো. মিলন ওরফে ছোট বাবু (৩৫) ভ্যানটির চালক ছিলেন বলে জানা গেছে।  

তিনি জানান, পলাতক ব্যক্তিকে আটক করার জন্য বিজিবির প্রচেষ্টা অব্যাহত আছে। উদ্ধার ৯টি স্বর্ণের বারের ওজন আনুমানিক ১ কেজি এবং বর্তমান বাজারমূল্য ৯৩ লাখ ৫০ হাজার টাকা। পলাতক ব্যক্তির বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের এবং জব্দ স্বর্ণের বার ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর