ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা, মা ও মেয়ে নিহত হয়েছেন। আজ রবিবার সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষীপুর বিলডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মুথরাপুর গ্রামের ছেলে মাসুদুর রহমান (৫৫) ও নিহত মাসুদুর রহমানের স্ত্রী রহিমা বেগম (৪৫) ও মেয়ে মেহের নেগার সিমি (১৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।
পুলিশ জানায়, মাদ্রাসার বার্ষিক পরিক্ষা শুরু হওয়ায় মেয়ে সিমিকে নিয়ে মা ও বাবা রোড মথুরাপুর থেকে মোটরসাইকেলযোগে লক্ষ্মীপুর মাদ্রাসার উদ্দেশ্যে রাওনা দেন। অপরদিকে বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা দ্রুতগামী হানিফ বাসটি বিলডাঙ্গী এলাকায় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে রহিমা বেগম (৪৫) নিহত হন। পরে এলাকাবাসী বাকি দুইজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ এই দুই জনকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ