২৭ নভেম্বর, ২০২২ ১২:৫৪

নেত্রকোনায় শিল্পকলার নজরুল মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় শিল্পকলার নজরুল মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনা

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

নেত্রকোনা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শহরের মোক্তারপাড়া শিল্পকলা একাডেমির জরাজীর্ন নজরুল মঞ্চে শনিবার (২৬ নভেম্বর) রাতে অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসনের সহযোগিতায় শিল্পকলা একাডেমি। এতে দলীয়, একক নৃত্য গান এবং আবৃত্তি পরিবেশন করে প্রশিক্ষনার্থীরা। সর্বমোট ১৯ টি পরিবেশনায় অংশ নেন প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সুহেল মাহমুদ,  উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান,  হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা সাংবাদিক আলপনা বেগম, শিকড় উন্নয়ন কর্মসূচির প্রশিক্ষক সংগীত শিল্পী সোহেল রানা ও শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার তমাল বোসসহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যাক্তিত্বরা। অনুষ্ঠান পরিচালনা করেন উদীচীর সাধারণ সম্পাদক ও শিল্পকলা একাডেমির প্রশিক্ষক অসিত ঘোষ। 

এদিকে, জেলায় কোনও অডিটোরিয়াম না থাকায় ছোট নজরুল মঞ্চেই আয়োজিত অনুষ্ঠানে স্থান সংকুলান না হওয়ায় পরিবেশনকারীদের স্বজন অভিভাবকরা বাইরে অবস্থান করেন শীতের মধ্যেও। তবুও শিল্প সংস্কৃতি চর্চা করা যেন থেমে না থাকে সেজন্য বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন। 

অনুষ্ঠানে তিনটি সমবেত সংগীত, চারটি দলীয় নৃত্য, দশটি একক সংগীত, একটি একক নৃত্য ও আবৃত্তি অনুষ্ঠিত হয়। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর