২৭ নভেম্বর, ২০২২ ১৫:৩৩
চাঁপাইনবাবগঞ্জ

আগুনে পুড়ে ছাই কৃষকের বসতবাড়ি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আগুনে পুড়ে ছাই কৃষকের বসতবাড়ি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দুই কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে উপজেলার পাঁকা ইউনিয়নের চর পাঁকার এলাকার জামাই পাড়ায় বৈদ্যুতির শর্টসার্কিট থেকে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় ওই দুইটি বাড়ির আসবাবপত্রসহ গবাদিপশু। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন জামাই পাড়া গ্রামের ফারাস উদ্দিনের ছেলে আসলাম উদ্দিন এবং সুকদ্দীর ছেলে শরিফ উদ্দিন। তারা দুজনই কৃষক।

জানা গেছে, আসলাম উদ্দিনের বাড়িতে আগুনে ৩টি ঘরের সব আসবাবপত্র, ধান, খড়ের পালা, ১টি ছাগল পুড়ে ছাই হয়। অপর দিকে শরিফের বাড়িতে আগুন লেগে ৩টি ঘরের সব আসবাবপত্রসহ মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। পাঁকা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, চরপাঁকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সব মিলিয়ে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রজব আলী বলেন, চর পাঁকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন যাওয়ার জন্য রওনা হয়েছিলেন। মাঝ পথে খবর আসে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছে। তাই ফায়ার সার্ভিসের লোকজন আর ঘটনাস্থলে যাননি।

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর