২৭ নভেম্বর, ২০২২ ১৯:২২

উজিরপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল


উজিরপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে জরিমানা

বরিশালের উজিরপুরে অভিযান চালিয়ে ৫টি দোকান থেকে ২৭ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় একটি ফার্মেসী থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করে ধ্বংস করে তারা।

রবিবার সকালে বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক অপূর্ব অধিকারির নেতৃত্বে উজিরপুরের শিকারপুর বাজারে এই অভিযান পরিচালিত হয়। এসময় মেয়াদোত্তীর্ন ওষুধ বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫টি দোকান থেকে ২৭ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেন তারা। একটি ফার্মেসী থেকে মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণ ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়। 
অভিযান চলাকালে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন কর্মকর্তারা।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর