২৭ নভেম্বর, ২০২২ ২২:২০

বগুড়ায় ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সামনে বর্ষণ মেডিসিন এন্ড সার্জিক্যালে ১৬ টাকা দামের ওষুধ ৫২০ টাকায় বিক্রি করার অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

জানা গেছে, এক ব্যক্তি তার চার দিনের শিশুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালের ডাক্তার জরুরি ভিত্তিতে একটি ইন্জেকশন আনতে বলে। ওই ব্যক্তি বাজার মূল্য না জানায় জরুরি অবস্থার কথা বুঝতে পেরে বর্ষণ মেডিসিন এন্ড সার্জিক্যাল থেকে ওষুধটি ৫২০ টাকা দামে নেয়। পরে তিনি জানতে পারেন, ওষুধটির বাজার মূল্য মাত্র ১৬ টাকা। পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ে অভিযোগ দায়ের করা হয়। 

মানুষের বিপদে এমন আচরণের বিষয়টি অবহিত হওয়ার পর জনস্বার্থে রবিবার বিকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়া যায়। অভিযান চলাকালীন আরো অনেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মৌখিকভাবে একই অভিযোগ করে।

এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর