হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাঁড়াশি পৃথক অভিযানে ১৫ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। রবিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের (ওসি) শফিকুল ইসলাম।
তিনি জানান, শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর চরনুর আহমদ এলাকায় জুয়ার আসর বসছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসময় সেখান থেকে ৮ জুয়াড়িকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৯ হাজার ৫০০ নগদ টাকা ও ২০৪টি কার্ড।
আটকৃতরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর গ্রামের মৃত মফিজ উল্যার পুত্র নুনু মিয়া (৫২), মৃত ইদ্রিছ আলীর পুত্র মো. ইছাক আলী (৩৯), মৃত আনফর মিয়ার পুত্র জুবেদ মিয়া (৪০), মৃত এরশাদ মিয়ার পুত্র নবু মিয়া (৪০), মৃত আফিল উদ্দিনের পুত্র ছফু মিয়া (৪০), মৃত মধু মিয়ার পুত্র মো. সনিজ আলী (৪২), পশ্চিম লেঞ্জাপাড়ার মৃত ইয়াকুব আলীর পুত্র সাগর মিয়া (৪০), চুনারুঘাট উপজেলার বড়কুটা গ্রামের মৃত আনিছ উল্ল্যার পুত্র জাহির মিয়া (৩৮)।
এদিকে, বাহুবল উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামে ডিবি পুলিশের এসআই সোহেল রানার নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় ৭ জুয়াড়িকে আটক করে তাদের কাছ থেকে নদগ ১০ হাজার টাকা ও ২১২টি কার্ড উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- বাহুবল উপজেলার ভবানীপুর গ্রামের মৃত হাবিব মিয়ার পুত্র শহীদ মিয়া (৫০), মৃত সফর আলীর পুত্র আব্দুল বারিক (৬৫), মীরেরপাড়া গ্রামের মৃত আমিন আলীর পুত্র মুদ্দত আলী ওরফে মদুদ আলী (৪০), আব্দুল কাদিরের পুত্র সাজন মিয়া (২৯), গুলগাও গ্রামের তেরা মিয়ার পুত্র লেবু মিয়া (২৮), আব্দানারায়ন গ্রামের মৃত আব্দুল বারিকের পুত্র মহিদ মিয়া (৩৫), মৃত আব্দুল আজিজের পুত্র নুরাজ মিয়া (৫০)।
শফিকুল ইসলাম জানান, আটককৃত জুয়াড়িদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে রবিবার দিনভর অভিযান চালায় ডিবি পুলিশ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ