ঢাকার ধামরাইয়ে জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তি এবং কয়লা সংকট সমাধানের দাবিতে মানববন্ধন করেছে ইটভাটা মালিক সমিতি। গতকাল সকালে ঢাক-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় চেয়ারম্যান মার্কেটের সামনে এ মানববন্ধন করছেন তারা। এতে ইটভাটার মালিকসহ ভাটার কয়েক হাজার শ্রমিক অংশগ্রহণ করেন। এসময় তারা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হলে ব্যাপক ঝানজটের সূষ্টি হয়।পরে পুলিশি হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
মাবনবন্ধনে বক্তব্য দেন ধামরাই উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি নজরুল ইলসাম, সাধারণ সম্পাদক আবদুর রশিদ, ইটভাটা মালিক নান্নার ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লা, বালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহম্মদ হোসেন, কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান।
এ সময় মালিকরা বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে ও ধারদেনা করে প্রতিটি ইটভাটায় ৩-৪ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। প্রতিটি ভাটায় দুই থেকে তিন শত শ্রমিক কাজ করে। এখন এসব ভাটা বন্ধ করে দিলে মালিকদের পথে বসা ছাড়া উপায় থাকবে না। এছাড়া কয়লার সংকট সমাধানেরও দাবি জানান তারা।
এসময় আরও কয়েকজন মালিক জানান, প্রায় অর্ধশতাধিক ভাটার লাইসেন্স ও ছাড়পত্র না থাকলেও সরকারি তাদের কাছ থেকে ভ্যাট ট্যাক্রা ঠিকই নিচ্ছেন। তাহলে কেন ভাটাগুলো ভেঙ্গে দিয়ে মালিকদের পথে বসিয়ে দিচ্ছেন। পরে ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএ