নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার (২৯ নভেম্বর)। শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে সম্মেলন উপলক্ষে আলোচনা সভার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সড়কে সড়কে তোরণ দিয়ে সজ্জিত করা হয়েছে। ব্যানার ফ্যাস্টুনে ছেয়ে গেছে মাঠের চারপাশ।
সম্মেলন আয়োজক কমিটির সদস্য গাজী মোজাম্মেল হোসেন টুকু জানান, সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সম্মেলন উদ্বোধন করবেন দলের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি। প্রধান বক্তা থাকবেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি। এছাড়াও উপস্থিত থাকবেন সভাপতিন্ডলীর সদস্য কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুবউল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং।
তিনি আরও জানান, অনষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরুর সঞ্চালনায় সভাপতিত্ব করবেন জেলা কমিটির সভাপতি মতিয়র রহমান খান। মঙ্গলবার দুপুর একটায় বিজিবি ক্যাম্পে হেলিকপ্টারে এসে নামবেন অতিথিরা। দুইটার মধ্যে সম্মেলন শুরু করে চারটার মধ্যে সম্মেলন শেষ করে ঢাকার উদ্যেশ্যে রওয়ানা দেবেন তারা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ