নোয়াখালীতে শান্তিপূর্ণ পরিবেশে জেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছ। আজ সোমবার সকাল ৯টা থেকে জেলার নয়টি উপজেলার নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আওয়ামী লীগের আব্দুল ওয়াদুদ পিন্টু ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত ১৬জন নারী সদস্য ও সাধারণ ওয়ার্ড ২৬ জনসহ মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তাই আজ সোমবার শুধুমাত্র সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জেলার নয়টি উপজেলা ও আটটি পৌরসভার মোট ভোটার ১৩০৬ জন।
শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল থেকে ভোটারেরা উৎসাহ উদ্দিপনা নিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। প্রতিটি ভোটকেন্দ্রের নির্দিষ্ট সীমানার বাইরে উৎসুক মানুষজনের ভীড় লক্ষ্য করা গেছে।
বিডি প্রতিদিন/এএ