৭ ডিসেম্বর, ২০২২ ১৮:৩৯

সাতক্ষীরা মুক্ত দিবস পালিত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা মুক্ত দিবস পালিত

সাতক্ষীরা মুক্ত দিবস পালিত

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা মুক্ত দিবস উদযাপিত হয়েছে। ১৯৭১ সালের ৭ ডিসেম্বর সাতক্ষীরা পাক হানাদার মুক্ত হয়েছিল। ঐতিহাসিক এই দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবন থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা সংসদে এসে শেষ হয়।

র‌্যালি শেষে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক জেলা রাজস্ব কর্মকতা (এসডিসি) কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা (সদর)-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

আরও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মশু, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকি প্রমুখ।  বক্তারা ১৯৭১ সালে বীরত্বগাঁথা ইতিহাস তুলে ধরে শহীদদের স্মৃতিচারণ করেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর