২৪ ডিসেম্বর, ২০২২ ১৯:১৩

কুড়িগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ৪

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ৪

প্রতীকী ছবি

ঘন কুয়াশায় শনিবার সকালে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি দিবা কোচ শহরের ত্রিমোহণী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি দোকানে প্রবেশ করে বাসের ধাক্কায় দুইজন নিহতের ঘটনা ঘটে। এসময় আহত হয় কোচের চালক স্বপনসহ আরও ৪জন। গুরুতর আহত চালক স্বপনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যান্য আহতদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।

নিহত একজনের নাম আব্দুল হান্নান (৪৫)। তিনি টগরাইহাট এলাকার প্রতাপ গ্রামের মৃত নজির হকের পুত্র এবং অপর নিহতের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৮ টার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী আমার এন্টারপ্রাইজ নামের একটি দিবা কোচ ত্রিমোহনী এলাকায় পৌঁছালে কোচটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিমোহনী মোড়ে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারী চালিত অটোরিক্সাকে ধাক্কা দেয়। এরপর বাসটি একটি মুদির দোকানের ভেতরে ঢুকে পড়ে। এসময় অটোচালক সেখান থেকে লাফিয়ে বেঁচে গেলেও অটোর যাত্রী আব্দুল হান্নান ও তার পিছনে দাঁড়িয়ে থাকা অপর একজন নিহত হয়। কুড়িগ্রাম সদর থানা পুলিশের সহকারি পুলিশ উপপরিদর্শক জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অপরদিকে,জেলার ফুলবাড়ী উপজেলার শেখ হাসিনা ধরলা সেতুর পাশে গাবেরতল কবিরমামুদ এলাকায় একটি ট্রাক্টর চাপায় হেলপার নিহতের ঘটনা ঘটেছে। নিহত হেলপারের নাম শরিফুল ইসলাম (১৭)। তিনি উপজেলার সোনাইকাজী গ্রামের নুরজামাল হকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলবাড়ী এলাকায় গ্রাহকের বাড়িতে বালু দিয়ে খালি ট্রাক্টর নিয়ে ফের বালু আনতে যান হেলপার শরিফুল। এসময় দ্রুত গতিতে থাকা ট্রাক্টরটির চালক আসাদ আকষ্মিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করলে  ট্রাক্টর থেকে ছিটকে চাকার নিচে পড়ে যায় হেলপার শরিফুল এবং ঘটনাস্থলেই মারা যান। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর