২৬ ডিসেম্বর, ২০২২ ১৫:৫৪

কালিয়াকৈরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কালিয়াকৈর প্রতিনিধি

কালিয়াকৈরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

গাজীপুরের কালিয়াকৈরে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে শিশু খাদ্য সন্দেশ তৈরির অপরাধে অপূর্ব ভাই ভাই কারখানায় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে উপজেলার শ্রীফলতলী এলাকায় অবৈধ সন্দেশ কারখানায় অভিযান চালিয়ে ওই  কারখানার হারুন, লুৎফর নামে দুই শ্রমিককে আটক করা হয়।

পরে দুই শ্রমিককে এক মাস বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। তবে এঘটনায় ওই অবৈধ কারখানার মালিক সুভরাজ পলাতক রয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। এ সময় উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

ভ্রাম্যমান আদালত নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বিভিন্ন সময় খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে থাকে। এর ধারাবাহিকতায় কালিয়াকৈর শ্রীফলতলী এলাকায় অভিযান চালানো হয়। এসময় সন্দেশ কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য পন্য তৈরির অপরাধে  দুই শ্রমিককে এক মাস বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। তবে কারখানার মালিককে পাওয়া যায়নি। বিশুদ্ধ খাবার আইনে  বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা প্রস্তুতি চলছে। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর