পটুয়াখালীর কলাপাড়ায় শুরু হয়েছে নাইট ফুটবল টুর্নামেন্ট। সোমবার রাতে পৌর শহরের খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো.মুহিব্বুর রহমান মহিব।
রয়েল ব্যাচ ২০০০ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন এর আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য।
নাইট ফুটবল টুর্নামেন্টে মোট ২০টি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় যে দু’টি দল অংশগ্রহন করে, তারা হচ্ছে নাচনাপাড়া সিকদার সড়ক একাদশ বনাম ধানখালী স্পোর্টিং ক্লাব। খেলায়ধানখালী স্পোর্টিং ক্লাব তিন শূন্য গোলে পরাজিত করে নাচনাপাড়া সিকদার সড়ক একাদশকে।
প্রচন্ড শীত উপেক্ষা করে নাইট ফুটবল খেলা দেখতে শত শত দর্শক ভীড় করে গ্যালারীতে।
বিডি প্রতিদিন/নাজমুল