নেত্রকোনায় মধ্যরাতে ঘুরে ঘুরে ভাসমান শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাইলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) অঞ্জনা খান মজলিশ। মঙ্গলবার (০৩ জানুয়ারি) রাতে জেলা শহরের স্টেশনসহ বস্তি বেরিবাধ এলাকায় ঘুরে ঘুরে তিনি অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন।
এদিকে সারা দেশের ন্যায় নেত্রকোনা জেলা শহরেও শৈত্য প্রবাহের প্রকোপ বাড়ায় ভাসমান শীতার্তদের কষ্ট লাঘব করতেই তাদের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে। শহরের সাতপাই রেলক্রসিং, বড় স্টেশন, কোর্ট স্টেশন, পারলা আন্তঃনগর বাস টার্মিনালসহ, রাজুরবাজার বাঁধ এলাকায় তিনি নিজে গিয়ে ঘুরে ঘুরে প্রতিটি ঘরে শীতার্তদের মাঝে এসকল কম্বল দিয়ে আসেন। যাতে কোনও মানুষ শীতে কষ্ট না পান এবং কেউ যাতে বাদ না পড়েন সেজন্য তিনিসহ জেলা প্রশসানের ঊর্ধ্বতন সকলকে নিয়ে এসকল কম্বল বিতরণ করেছেন।
এদিকে বড় স্টেশন এলাকায় কম্বল দেয়া দেখেই শীতার্তরা শীতবস্ত্র নিতে হুমড়ি খেয়ে পড়েন। ফলে অল্পক্ষণেই ভিড় জমে যায়। যাদের প্রত্যেককেই একটি করে কম্বল বিতরণ করা হয়। এসময় ঘুমিয়ে থাকা মানুষদের গায়ে কম্বল পড়িয়ে দেন জেলার এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
কম্বল দেয়ার সময় প্রত্যেককে প্রধানমন্ত্রী এ সকল কম্বল পাঠিয়েছেন বলে অবহিত করেন। সেইসাথে প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাইলেন ডিসি। পাশাপাশি প্রতিটি শীতার্ত মানুষের খোঁজ খবর নিয়ে যার ঘর নেই তাকে ঘর দেবার আশ্বাস দেন।
এসময় জেলা প্রশাসক জানান, জেলায় ৪৪ হাজার ৬০০ কম্বল দেয়া হয়েছে। পর্যায়ক্রমে আরো দেয়া হবে। জেলার পৌর সভা সহ ১০ উপজেলার ৮৬ টি ইউনিয়নেই কম্বল পাঠানো হয়েছে। জনপ্রতিনিধিরা পৌঁছে দেবেন এসকল কম্বল।
কম্বল বিতরণ কালে স্থানীয় সরকারের উপ পরিচালক, জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনির হোসেন, (রাজস্ব) মোহাম্মদ সোহেল মাহমুদ, আইসিটি শিক্ষা অনিমেষ সোম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারসহ মডেল থানার পুলিশ ও সাংবাদিকরা সাথে ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ