বাগেরহাটের মোরেলগঞ্জে আনন্দ মিছিল ও আলোচনা সভা করেছে ছাত্রলীগ। ঐতিহ্যবাহী এ সংগঠনটির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বেলা ১১টার দিকে উপজেলা ছাত্রলীগ এ কর্মসূচি পালন করে।
দিবসটি উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক নুরুন্নবী পরাগের নেতৃত্ব একটি আনন্দ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ, যুবলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাড. তাজিনুর রহমান পলাশ, শ্রমিকলীগ নেতা জালাল উদ্দীন তালুকদার ও যুবলীগ নেতা সাইফুল ইসলাম।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ