ফরিদপুরের মধুখালী উপজেলায় রাস্তার পাশে থেকে জিহাদ হোসেন নামে (১৫) এক কিশোর ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের চরমুরারদিয়া ব্রিজ সংলগ্ন রাস্তার পাশ থেকে ওই ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়। ভ্যানচালক জিহাদ উপজেলার রায়পুর ইউনিয়নের দিঘলিয়া মধ্যপাড়া গ্রামের মৃত লালু শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জিহাদ মঙ্গলবার বিকাল ৩ টার দিকে ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। বুধবার মৃতদেহ পড়ে থাকার সংবাদে মধুখালী থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নেয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জিহাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি বলেন, ধারণা করা হচ্ছে ওই কিশোরের ভ্যান ছিনতাই করে তাকে হত্যা করা হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিডিপ্রতিদিন/কবিরুল