লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, র্যালি, আলোচন সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। জেলা ছাত্রলীগের উদ্যোগে বুধবার সকালে সরকারি কলেজ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান দলীয় নেতা-কর্মীরা। পরে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিন করে পুনরায় কলেজ প্রাঙ্গণে গিয়ে সমবেত হন তারা। এসময় কেক কেটে পরিবেশন করা হয়।
এতে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকির সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু। আরো ছিলেন কলেজ ছাত্রলীগের সভাপতি মহসিন কবির সাগর ও সাধারণ সম্পাদক সেবাব নেওয়াজ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ