বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টায় বগুড়া সদরের শহরদীঘি এলাকায় রেললাইনের ওপর ট্যাব মোবাইল ব্যবহারের সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। মৃত যুবকের বয়স ২৭ বছর। তার নাম-পরিচয় জানতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম কাজ করছে।
বগুড়া রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ইসলাম জানান, বুধবার সকাল ৮টায় লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেন বগুড়া ছেড়ে চলে যায়। পরে খবর আসে সদরের শহরদীঘি এলাকায় একজন ট্রেনে কাটা পড়েছে। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় তার কাছে ভাঙা ট্যাব মোবাইল, মানিব্যাগ ও হেডফোন পাওয়া যায়।
তিনি আরও জানান, খোঁজ নিয়ে জানা গেছে অজ্ঞাত এই যুবক হেডফোন কানে লাগিয়ে রেললাইনের ওপর বসেছিলেন। যে কারণে ট্রেন আসার বিষয়টি বুঝতে পারেনি। ট্রেনে কাটা পড়ে মারা যায়। মৃত ব্যক্তির পরিচয় জানতে পিবিআই হাতের ছাপ সংগ্রহ করছে। মরদেহের সাথে থাকা মোবাইল নম্বরে যোগাযোগ করা হয়েছে। তারা এলে মরদেহ শনাক্ত করা সম্ভব হবে। তারপর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই