গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার সকালে জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের সরকারী বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে ৭৫ পাউন্ড কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এসময় জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যাসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ