ফরিদপুরের মধুখালীতে মো. জিহাদ হোসেন (১৬) নামের এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত ভ্যান চালক রায়পুর ইউনিয়নের দীঘলিয়া গ্রামের মো.মৃত লালু হোসেন এর ছেলে।
বুধবার সকালে উপজেলার জাহাপুর ইউনিয়নের মুরারদিয়া দক্ষিণপাড়া কাদিরদী দীঘলিয়া বাস স্ট্যান্ড সড়কের পাশে টুকু মিয়ার বাড়ির সামনে দূর্বৃত্তরা ওই ভ্যান চালকের রক্তাক্ত মরদেহ ফেলে রেখে যায়।
স্থানীয় লোকজন বলেন, ওই ভ্যান চালককে অজ্ঞাত দূর্বৃত্তরা দীঘলিয়া ভ্যান স্ট্যান্ড থেকে রাতে ভাড়া করে এনে ভ্যান ছিনতাই করে রেখে তার মুখে ছুরির আঘাত করে জখম করে মৃত্যু নিশ্চিত করেই তার লাশ ফেলে রেখে যায়।
মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে দূর্বৃত্তরা ভ্যান চালককে মেরে ফেলে তার ভ্যান ছিনতাই করে লাশ ফেলে রেখে যায়। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।
বিডি প্রতিদিন/এএম