নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সোনারগাঁও উপজেলা ছাত্রলীগ। বুধবার সকালে সোনারগাঁও উপজেলা প্রশাসন চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে কেক কেটে এবং বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা বের করা হয়।
সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল মাহামুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু)। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।
এছাড়াও এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাশেদ উদ্দিন আহমেদ মঞ্জু, যুগ্ম সম্পাদক লিপন চৌধুরী, উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব সৈয়দ মশিউর রহমান শামীম, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াসিম প্রধান, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহামুদুল হাসান, সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহাবুবুর রহমান রবিন, আওয়ামী লীগ নেতা দেওয়ান কামাল হোসেন, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমান, সোনারগাঁ পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক এফ.এইচ বাবু, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ, জামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম, সনমান্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী, নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু হানিফ ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক ভূঁইয়া, বারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শরীফ সরকার, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন জাকু, জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক রানা, সহ-সভাপতি মোবারক, সাংগঠনিক সম্পাদক আওলাদ, বারদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসানসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ