ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সড়ক দূর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আরো একজন গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টায় জেলার সরাইল থেকে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিক্সা নাসিরনগর উপজেলায় উদ্দেশ্যে রওয়ানা হয়।
পথিমধ্যে উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামের কড়ই গাছতলায় নামক স্থানে পৌছলে বিপরীত দিকে থেকে আসা মোটর সাইকেলে মুখোমুখী সংর্ঘষ হয়। এতে মোটর সাইকেল চালক শফিক মিয়া (২৭) ও আরোহী মোঃ মনির (২৩) গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার সময় শফিক মিয়া মৃত্যুবরন করেন। নিহত শফিক নাসিরনগর উপজেলা পতইর গ্রামের ধানু মিয়ার ছেলে। সড়ক দূর্ঘটনায় হতাহতের ঘটনাটি নিশ্চিত করেছেন নাসিরনগর থানা পুলিশ।
বিডি প্রতিদিন/এএম