গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের সহযোগিতায় বুধবার দুপুরে মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর উপজেলার ১২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২৭ হাজার ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির।
এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, কালিয়াকৈর উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা।
বিডি প্রতিদিন/এমআই