ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সখীপুরে পৃথকভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে একটি শোভাযাত্রা বেরকরে উপজেলার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পৌর এলাকার মোখতার ফোয়ারা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাসেল আল-মামুনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেয় জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রনি আহমেদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আল-মাহমুদ প্রান্ত, সাইফুল ইসলাম হৃদয়, পৌর ছাত্রলীগের সভাপতি রেজভী সিকদার শান্ত, কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার রকিবুল ইসলাম বিজয়, বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মো. মোশারফ হোসেন, কালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফ প্রমুখ। এরা মূলত টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের সমর্থক ও অনুসারী।
এদিকে ছাত্রলীগের আরেকটি গ্রুপ বিকেলে শোভাযাত্রা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে মোখতার ফোয়ারা চত্বরে একটি আলোচনা সভা করে। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার , বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগৈর সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলমাস আজাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মির্জা শরীফুল ইসলাম শরীফ প্রমুখ বক্তব্য করেন।
বিডি প্রতিদিন/এএ