ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সোয়া পাঁচ লাখ (৫ লাখ ২৫ হাজার) টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেছে ২৫ বিজিবির সরাইল ব্যাটালিয়নের সদস্যরা। মঙ্গলবার রাতে উপজেলার রাজেন্দ্রপুর, আবদুল্লাহপুর, কামালপুর ও সেজামুড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ এই মাদক উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ২৪০ পিস ইয়াবা, ৬০ কেজি গাঁজা, ১০২ বোতল হুইস্কি ও ২২৫ বোতল ইস্কফ।
বুধবার উদ্ধারকৃত মাদকদ্রব্য কাষ্টমসে জমা দেয়া হয়েছে বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য সোয়া পাঁচ লাখ (৫ লাখ ২৫ হাজার) টাকা বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিডি প্রতিদিন/এএম