টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল কাদের (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওইদিন সন্ধ্যায় তার বাড়ি থেকে আড়াইপাড়া বাজারে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় আব্দুল কাদের।
নিহত আব্দুল কাদের কালিয়া পাড়া ডাকঘরের অতিরিক্ত চিঠিপত্র বিতরণের ডাক পিয়ন (ইডিডিএ) এবং আড়াইপাড় গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যার সময় বাড়ির পাশে আড়াইপাড়া বাজারে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের সাথে ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় সাড়ে ১০টার দিকে মারা যান তিনি।
সখীপুর উপজেলা পোস্ট মাস্টার আব্দুল মমিন বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। সে আমাদের কালিয়াপাড়া ডাকঘরের ইডিডিএ ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসে নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই