বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা প্লাটিনাম জয়ন্তী পালন উপলক্ষে মধুখালী উপজেলা ও পৌর ছাত্রলীগের আয়োজনে বেলা সাড়ে এগারোটায় এক বিশাল বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালীটি বঙ্গবন্ধু ম্যুরাল চত্বর থেকে ঢাকা খুলনা মহাসড়ক দিয়ে মধুখালী বাজার হয়ে ম্যুরাল চত্বরে শেষ হয়। র্যালি পরবর্তী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও কেক কাটা হয়।
র্যালি ও কেককাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মো. আতিয়ার রহমান মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, সহ-দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, সহ-প্রচার সম্পাদক মো. রেজাউল করিম তুহিন, উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ। বিকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রবিন মোল্যার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইনজামামুল হক অনিকের সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএম