নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হওয়া ধর্ষণ মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে (পিবিআই)। বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা (পিবিআই) এর পরিদর্শক মো. আব্দুল বাতেন মিয়া।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- সিলেট জেলার মোঃ আব্দুল আহাদের ছেলে নুর আহমেদ সুমন মিয়া (৩০) এবং পটুয়াখালী জেলার মোঃ সেরাজ হাওলাদারের ছেলে আলমগীর হোসাইন (৪০)।
পিবিআই জানায়, সোনিয়া আক্তার (১৫) কে ধর্ষণ এবং ঝুমা আক্তার (১৩) কে ধর্ষণ চেষ্টার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। সিদ্ধিরগঞ্জ থানা পিবিআই এর কাছে মামলা হস্তান্তর করেন। তখন থেকে আসামিদের গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল তারা। দীর্ঘ দুই বছর যাবত বিভিন্ন স্থান পরিবর্তন করে পলাতক ছিলেন আসামিরা। গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম