কক্সবাজারে ভুয়া ডিবি পুলিশ চক্রের ৪ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বুধবার বিকেলে এক অভিযানে তাদের আটক করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মোহাম্মদ।
তিনি আরো জানান, রামুর জোয়ারিয়ানালার নুরপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় ওই অভিযান চালায় ডিবি। আটক প্রতারকরা হলেন ঈদগাঁওর লুৎফুর রহমান, রামুর মোহাম্মদ ইমরান হোসাইন, ঈদগাঁওর মিজানুর রহমান, ঈদগাঁওর মুফিজুর রহমান।
এসময় পুলিশের ব্যবহৃত ১টি হ্যান্ডকাফ, ১টি খেলনা পিস্তল, ১টি সিএনজি ও ১টি মটরসাইকেল জব্দ করা হয়। এ বিষয়ে রামু থানায় মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
বিডি প্রতিদিন/এএ