বগুড়ায় ট্রাকে লুকিয়ে রাখা অবস্থায় ৪৩ কেজি গাঁজাসহ ট্রাকচালক মহিদুল ইসলামকে (৩৯) গ্রেফতার করেছে র্যাব-১২। বুধবার রাত ৯টার দিকে বগুড়া শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল চারমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ট্রাকচালক মহিদুল লালমনিরহাট জেলার সদর উপজেলার মোস্তফি গ্রামের আব্দুস সামাদের ছেলে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে লালমনিরহাট থেকে রাজধানী ঢাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজা নিয়ে যাওয়া হচ্ছে। এর ভিত্তিতে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার ঢাকা-রংপুর মহাসড়েকে চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করা হয়।
এক পর্যায়ে বুধবার রাত ৯ টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি ট্রাকে লুকিয়ে রাখা অবস্থায় ৪৩ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব। এ সময় ট্রাকচালক মহিদুলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ট্রাকচালকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করবে।
বিডি প্রতিদিন/এএম