বরিশাল সিটি করপোরেশন এবং সদর উপজেলার ২৫ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু করেছেন সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক। সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে ১৫ হাজার এবং সদর উপজেলার ১০ ইউনিয়নে ১০ হাজার কম্বল বিতরণ করবেন তিনি।
শুক্রবার সকাল সাড়ে ১১ টায় বরিশাল নগরীর বিআইপি রেস্ট হাউজ চত্বরে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এ সময় মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনসহ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামীতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।
বিডিপ্রতিদিন/কবিরুল