ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়ি চাপায় সাইফুল ইসলাম শেখ (৩৫) নামে এক মিল শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভান্ডাব এসএনএস সিএনজি স্টেশনের পাশে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার ভান্ডাব নামাপাড়ার মো. ছনত আলীর ছেলে স্কয়ার মিলের শ্রমিক সাইফুল ইসলাম শেখ কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার ভান্ডাব এসএনএস সিএনজি স্টেশনের সামনে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে অজ্ঞাত গাড়িচাপায় নিহত মিল শ্রমিকের লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল