দিনাজপুরে পুনর্ভবা নদীতে গোসল করতে নেমে ওমর আলী নামে এক বৃদ্ধ নিঁখোজ হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুর রেলওয়ে ব্রিজের নিচে পুনর্ভবা নদীতে ওমর আলী নিখোঁজ হন।
নিখোঁজ ওমর আলী বিরল উপজেলার চককাঞ্চন এলাকার বাইসা পাড়া এলাকার বাসিন্দা।
ওমর আলীর স্ত্রী সাংবাদিকদের জানায়, কয়েকদিন ধরেই ওমর আলীর মাথায় সমস্যা দেখা দিয়েছিল। বাড়িতে থাকতে চাইতেন না তিনি। শুক্রবার সকালে ওমর আলী বাসা থেকে বের হয়ে নদীতে গোসল করতে যায়। এসময় আমিও তাকে অনুসরণ করি। একপর্যায়ে তিনি নদীতে গভীর পানির দিকে যেতে থাকেন। তাকে ডাকাডাকি করার পর না শোনায় স্থানীয়দের ডাকতে গেলে ফিরে এসে তাকে আর দেখতে পাইনি।
এ বিষয়ে সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন বলেন, নদীতে নিঁখোজের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শুক্রবার দুপুর দুইটা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালিয়েও ভিক্টিমকে উদ্ধার সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/নাজমুল