পটুয়াখালীর কলাপাড়ায় চার ইউনিয়নের দুই হাজার হতদরিদ্র অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিবুর রহমান মহিব এমপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শনিবার সকাল ১০টায় তিনি উপজেলার লতাচাপলি ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ শীত বস্ত্র বিতরন করেন। এ সময় উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে এমপি মহিব একইদিন বেলা ১২টায় উপজেলার মহিপুর, বিকালে নিলগঞ্জ ও চাকামইয়া ইউনিয়নের অসহায় গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন। এছাড়া রাত ৮টায় কলাপাড়া পৌরসভার বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খতিবদের মাঝে শীত বস্ত্র বিতরন করার কথা রয়েছে।
বিডি প্রতিদিন/এএ