টাঙ্গাইলের সখীপুরে বনের ভেতর থেকে আব্দুল মিয়া (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার পাহাড় কাঞ্চনপুর এলাকার শালগজারি বনের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
আব্দুল মিয়া উপজেলার নলুয়া গ্রামের মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে। লাশ উদ্ধার করে প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা দিয়েছে সখীপুর থানা পুলিশ।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, হত্যা করার কোনো আলামত বা চিহ্ন লাশের শরীরে পাওয়া যায় নাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটা ফাঁসি দিয়ে আত্মহত্যা। তারপরেও লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছ। এ ঘটনায় সখীপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই