গাজীপুরে নিখোঁজের ১৮ দিন পর সজীব নামের এক পোশাক কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গাজীপুর সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ডের বাউপাড়া এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত সজীব টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার অলিপুর গ্রামের খলিলুর রহমান রুস্তম আলীর ছেলে। সে গাজীপুর সিটি করপোরেশনের বাউপাড়া গ্রামের জাহাঙ্গীর কাজীর বাড়িতে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতো। গেল মাসের ২৭ তারিখে সকালবেলায় নিজ কর্মস্থলে যাওয়ার কথা বলে আর বাসায় ফেরেনি বলে জানায় নিহতের স্ত্রী শিবলী আক্তার।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, শনিবার সকালে ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে আসে, পরে নিহত সজীবের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভিমান করে বাসা থেকে চলে যায়। আমরা তার মৃত্যুর সঠিক কারণ বের করার জন্য বিস্তারিত তদন্ত করছি।
বিডি প্রতিদিন/এএ