গাজীপুরে পল্লী বিদ্যুতের নির্মাণাধীন ৩৩ কেভি লাইনের বৈদ্যুতিক তার ও বিভিন্ন মালামালসহ চোরচক্রের ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানার ওসি কেএম আশরাফ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো নেত্রকোনা জেলার পূর্বধলা থানা হোগলা সাধুপাড়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে সোহেল রানা (২৭), জামালপুরের মাদারগঞ্জ থানার মদন গোপাল এলাকার শরিফ উদ্দিনের ছেলে মোহাম্মদ ওসমান মিয়া (২৫), একই জেলার সদর থানার জঙ্গলপাড়া এলাকার মাসুদ হোসেনের ছেলে বাবুল (২৫), গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার তরফমনো গ্রামের নুর সালাম মিয়ার ছেলে রায়হান (২৪) ও একই থানার তালুক রহিমাপুর গ্রামের আয়নাল হকের ছেলে মোঃ হাসান (২৩)।
কোনাবাড়ি থানার ওসি কে এম আশরাফ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় শনিবার পর্যন্ত অভিযান চালিয়ে চোরচক্রের ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চোরাই কাজে ব্যবহৃত পিকআপসহ বিপুল পরিমাণ চোরাই বৈদ্যুতিক তার ও বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। এরমধ্যে বাইমাইল এলাকায় নির্মাণাধীন বৈদ্যুতিক লাইনের কিছু মালামালও রয়েছে। তারা বিভিন্ন এলাকা হতে নানা কৌশলে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও তারসহ বিভিন্ন মালামাল চুরি ও ছিনতাই করে আসছিল।
গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জিএম প্রকৌশলী যুবরাজ চন্দ্র পাল জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি থানাধীন বাইমাইল এলাকায় বিদ্যুৎ বিতরণের জন্য ৩৩ কেভি লাইন নির্মাণের কাজ চলছে। বৃহষ্পতিবার রাতে ওই লাইনের বৈদ্যুতিক তার, ইনস্যুলেটরসহ বিভিন্ন মালামাল চুরি করে নেয় দুর্বৃত্তরা। এব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ