বগুড়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে সুমন ইসলাম (২৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তিনি মারা যান। সুমন ধুনট উপজেলার এলাঙ্গী গ্রামের মৃত হাবিবর রহমানের ছেলে। শজিমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান হৃদরোগে আক্রান্ত হয়ে সুমনের মৃত্যু হয়।
বগুড়ার জেল সুপার মনির আহম্মেদ জানান, শুক্রবার রাতে সুমন বগুড়া কারাগারে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত সুমন ধুনট থানায় দায়ের হওয়া মাদকদ্রব্য আইনের মামলায় ডিসেম্বর মাসের ২৩ তারিখ থেকে কারাগারে ছিলেন। তার লাশ সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম