বেনাপোল বাজারে পোর্ট থানা পুলিশ লাইসেন্স বিহীন এক মদের দোকানে অভিযান চালিয়ে ৬০ লিটার দেশী মদ জব্দ এবং মদ বিক্রেতা আব্দুল মজিদ টুনুকে আটক করেছে। পুলিশ এ সময় স্থানীয়দের সহায়তায় অবৈধ মদের দোকান গুড়িয়ে দিয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভুঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বেনাপোল বাজারে অভিযান চালিয়ে সাদিপুর গ্রামের মতলেব আলীর ছেলে আব্দুল মজিদ টুনুকে আটক করে। ধৃত ব্যক্তিকে কাল সকালে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এএ