ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সিএনজি চালিত অটোরিক্সা গায়ে লাগা নিয়ে কথা কাটাকাটি ও সিএনজি ভাঙচুরের জের ধরে দু‘দল গ্রামবাসীর মধ্যে দু‘দফা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এসময় কয়েকটি বাড়ি-ঘর-দোকানপাট ভাঙচুর করা হয়েছে।
শুক্রবার রাতে এবং শনিবার সকালে আশুগঞ্জের দুর্গাপুর গ্রামে দু‘দফায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। পুলিশ ২০ রাউন্ড টিয়ারশেল ও শর্টগানের গুলি ছোড়ে বেলা দেড়টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মেতায়েন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম