১৫ জানুয়ারি, ২০২৩ ১৭:১৯

বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের ৪৭ প্রধান শিক্ষকের পদ শূন্য

ফরিদপুর প্রতিনিধি

বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের ৪৭ প্রধান শিক্ষকের পদ শূন্য

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ১০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪৭টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। ফলে এসব বিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ চরমভাবে বিঘ্নিত হচ্ছে। প্রধান শিক্ষকের পদ শূন্য থাকার কারণে নানা সমস্যারও সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। শূন্য পদগুলোতে নিয়োগ দিতে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোনো সুরাহা হয়নি।

বোয়ালমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় মোট ১০২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে বর্তমানে ৫৫টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক রয়েছে। চলতি দায়িত্ব হিসেবে প্রধান শিক্ষক পদে রয়েছে ৩৪ জন। প্রধান শিক্ষক পদে শূন্য রয়েছে ১৩টি। সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে ৭৪টি। ৭৪টির মধ্যে প্রাক-প্রাথমিকে নবশিষ্ট পদ শূন্য ৩৩টি।

বোয়ালমারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু আহাদ মিয়া বলেন, প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে ১৩টি। ৩৪টি পদে চলতি দায়িত্বে ৩৪ জন শিক্ষক রয়েছে। সহকারী শিক্ষক ও প্রাক প্রাথমিক নবশিষ্ট শিক্ষক পদ শূন্য আছে ৭৪টি। এর মধ্যে সহকারী শিক্ষক পদে ৬৪ জন নিয়োগ পেয়েছে। নিয়োগপ্রাপ্তরা চলতি মাসের ২২ তারিখের মধ্যে যোগদান করার কথা রয়েছে। বাকি শূন্য পদ পূরণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর