বরগুনার তালতলী উপজেলা যুবলীগের বর্ধিত সভা রবিবার বিকালে তালতলী ছালেহিয়া ইসলামিয়া আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। বর্ধিত প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সুভাস চন্দ্র হাওলাদার।
উপজেলা যুবলীগ আহবায়ক মারুফ রায়হান তপুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক (বরিশাল দায়িত্ব প্রাপ্ত) মুহাম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক (বরিশাল দায়িত্ব প্রাপ্ত) কাজী মোঃ মাজহারুল ইসলাম, উপ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া শামীম, সদস্য আব্দুল্লাহ আল মামুন (মিঠু)।
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান কামালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বরগুনা জেলা যুবলীগ সভাপতি রেজাউল কবির এ্যাটোম, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন রাসেল প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ